Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

আপনাকে স্বাগতম ‍"সিহাব কম্পিউটারের" জগতে


 আমাদের কথা
আপনাকে স্বাগতম "সিহাব কম্পিউটার" এর জগতে
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে সিহাব কম্পিউটার যাত্রা শুরু গত ১৯শে সেপ্টম্বর-২০১৩ইং রোজ-বৃহস্পতিবারআরও বিস্তারিত...............
  আমাদের কথা
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে সিহাব কম্পিউটার যাত্রা শুরু গত ২০শে সেপ্টম্বর-২০১৩ইং তে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা

সিহাব কম্পিউটারের কথা এবং কিছু ইচ্ছা
সিহাব কম্পিউটার যখন নিজের পায়ে দাঁড়াবে, সিহাব কম্পিউটারের একটি সাহায্য বিভাগ থাকবে সেখানে যে যা পারবে সাহায্য করবে, সেই সাহায্যের অর্থ দেয়া হবে শীতের সময় রাস্তার পাশে যারা চাপা আর্তনাদ করে তাদের জন্য, গরমের সময় যারা এক ফোঁটা পানির পিপাসায় হাহাকার করে তাদের জন্য, মা বাবা ছাড়া যারা দুনিয়ায় একা থাকে সেই এতিমদের জন্য, বুড়ো হবার পর যেই সকল মা-বাবাদের ছুড়ে ফেলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে তাদের জন্য। আমরা কাজ করব সবার জন্য। যারা চির বঞ্চিত করুণ বাস্তবতার শিকার। আমরা সবাই এক সময় একজোট হয়ে কিছু না করতে পারলেও এগিয়ে যাব সেই নিরীহ মানুষের পাশে। কি আপনি দাঁড়াবেন না পাশে? পারবেন না আপনার একদিনের মোবাইল বিল অথবা ফাস্ট ফুডের আড্ডায় খরচ হয়ে যাওয়া অর্থের একটি ভাগ সেই মানুষ গুলোকে দিতে? আপনার উত্তরের আশায় অনেক গুলো করুণ মুখ চেয়ে আছে ..……
সিহাব কম্পিউটারের সার্ভিস সেন্টার আপনারা পাবেন, সকল প্রকার সাহায্য। এছাড়াও ব্লগে কিভাবে পোস্টিং করতে হবে, কিভাবে ছবি যোগ করবেন ইত্যাদি আছে এখানে। তাছাড়াও মন খুলে আপনাদের সমস্যা আমাদেরকে জানান , আমরা আপনাদের যেকোন ধরনের সমস্যার সমাধান দেবার যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের জন্য আছে মোবাইলে সাহায্য, মেইলে, চ্যাটিং সাহায্য আরো অনেক কিছু।
সিহাব কম্পিউটারেরপ্রতিষ্ঠাতা
১।“মো: শরিফুল ইসলাম”
                               আমাদের সাথে এখন পর্যন্ত যারা আছেন
  এডমিনিস্ট্রেটরঃ-
১। সিহাব- (০১৭৭২২৭২৬৬০)
    মডারেটরঃ-
                                             ১।  সময় এর গুরুত্ব সহকারে
মুল ঠিকানা ফেরত যেতে ক্লিক করুন।