Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

আপনার কম্পিউটারের ফাইল দ্রুত কপি ও পেষ্ট হবে কি ভাবে জানতে ক্লিক করুন

 সাধারণত যখন কোনো ফাইল বা ফোল্ডার Computer থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নেওয়া হয়, তখন ওই ফাইল বা ফোল্ডারের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send To Pendrive-এ ক্লিক করলেই হয়।...

সাধারণত যখন কোনো ফাইল বা ফোল্ডার Computer থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নেওয়া হয়, তখন ওই ফাইল বা ফোল্ডারের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send To Pendrive-এ ক্লিক করলেই হয়। কিন্তু যখন পেনড্রাইভ থেকে কোনো কিছু কপি করে Compute-এ রাখার দরকার পড়ে বা Hard disk-এর এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নেওয়ার জন্য ড্রাইভে গিয়ে পেষ্ট করতে হয়, তখন এভাবে কপি-পেষ্ট করলে অনেক সময় লাগে এবং কোনো ড্রাইভে ভাইরাস থাকলে তা অন্যান্য ড্রাইভেও ছড়িয়ে পড়ে। অথচ এই কপি-পেষ্টের কাজগুলো অন্য ড্রাইভে না গিয়েও খুব সহজেই করা যায়।
এই কাজের জন্য START Menu ==> Run -এ ক্লিক করে regedit লিখে OK করুন। এখন HKEY_CLASSES_ROOT ==> AllFileSystemObject => shellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers- এর উপর মাউস রেখে ডান বাটন ক্লিক দুটি Key তৈরি করুন। নাম দেই Copy To এবং Move To । এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে OK করুন।এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ {C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে OK করে বেরিয়ে আসুন।এখন যে ফাইল বা ফোল্ডার কপি বা পেষ্ট করতে চান, সেটির উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করে Copy To Folder (কপি করার জন্য) বা Move To Folder (কাট করার জন্য)ক্লিক করে কোথায় পেষ্ট করতে চান, তা নির্বাচন করে দিয়ে Copy বা Move-এ ক্লিক করুন। (সূত্রঃ প্রথোম আলো কম্পিউটার প্রতিদিন কলাম)
আমার দেখামতে এই টিউটনটি টেকটিউনে দেখি নাই। তবুও কেউ যদি এই টিউনটি post করে থাকেন তবে আমি ক্ষমা প্রার্থী।

আপনার জন্য আরও টিউন