Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

আল-কুরআন এর সাইট বাংলা , আরবি ও ইংরেজিতে কোনটা আপনার লাগবে

সাইটিতে যা পাবেনঃ
১.১১৪ টা সূরা বাংলা ,আরবি ,ইংরেজি ,বাংলা+আরবি ,আরবি+ইংরেজি তে ।
২.প্রতিটা সূরা তিন জন কারীর কন্ঠে শুনতে পারবেন + ডাউনলোড করতে পারবেন।
৩.সম্পুরন্য কুরআন টরেন্ট ডাউনলোডের ব্যবস্থা।
৪.পিডিএফ এ কুরআন ডাউনলোডের ব্যবস্থা।
৫.প্রতিটি সূরা উইকিপিডিয়াতে দেখার ব্যবস্থা।

সাইটের ঠিকানাঃ http://quran.porasuna.com/

বাংলা কুরআন সফটওয়্যার

অনলাইনে কুরআনের বাংলা অনুবাদের অনেক পিডিএফ পাওয়া যায়। কিন্তু এটি কুরআনের বাংলা অনুবাদ সহ পূর্ণাঙ্গ সফটওয়্যার। সমগ্র কুরআনের প্রতিটি আয়াতের বাংলা অর্থ অনুবাদ করা আছে। মূল আরবির পাশাপাশি পৃথকভাবে বাংলা এবং ইংরেজি অনুবাদ পড়ার সুবিধা সম্বলিত Bangla Quran নামের এই সফটওয়্যারটি পাবেন এই লিংকে। সফটওয়্যারটি যেহেতু বাংলায় অনুবাদের উদ্দেশ্যেই তৈরি, তাই এতে আরবি ও ইংরেজি হিডেন করে শুধু বাংলায় পড়ারও ব্যবস্থা রয়েছে। সৈয়দ মোঃ রাসেলের তৈরিকৃত এই সফটওয়্যারটির সাইজ মাত্র ১.৮৬ মেগাবাইট।

বাংলা Translation সহ কুরআন শরীফ এর সুন্দর একটি সফ্টওয়্যার মাএ ১.৮৬ মেগাবাইট

এটি একিট কুরআন শরীফ এর সফ্টওয়্যার । এটি আমি নিজে ব্যবহার করি । আমার কাছে সফ্টওয়্যারটি খুব ভালো লেগেছে । সুরা গুলো কে খুব সুন্দর করে সাজান হয়েছে । এটিতে আরবি, বাংলা এবং ইংলীশ এই তিনিট ভাষায় Translation রয়েছে । এছাড়া এই সফ্টওয়্যারটিসাইজ খুব ছোট (মাএ ১.৮৬ মেগাবইট)। তাই ডাউনলোড করতে সুবিধা । আশাকরি সফ্টওয়্যারটি আপনাদের খুব কাজে আসবে।ডাউনলোড লিক্ন