সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি, সবাই ভাল আছেন । আমি অনেকদিন
ধরেই অতিথি হিসেবে এই ওয়েব সাইট ভিজিট করছি । সবার অলক্ষে আসছি আবার সবার
অলক্ষে চলে যাচ্ছি । কোনদিন কাউকে...সুপ্রিয় বন্ধুরা,
প্রথমে আপনার IDM টি ওপেন করুন । Pause করা লিংকটি Resume করুন । যদি দেখেন যে আপনার লিংকটি কাজ করছে না । তাহলে Youtube এ গিয়ে আপনার ডাউনলোডকৃত ভিড়িওটি খুঁজে বের করুন ও নতুন ডাউনলোড লিংকটি কপি করুন । এবার IDM এ ফিরে আসুন এবং ডাউনলোডকৃত ভিড়িওটির উপর রাইট বাটন ক্লিক করুন । ক্লিক করার পর যে মেন্যু আসবে সেখান থেকে Properties এ ক্লিক করুন ।

দেখবেন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে । উক্ত উইন্ডোতে একটা Address লেখার ঘর দেখতে পাবেন ।

পরিশেষে আমার ওয়েবসাইটটা একনজর দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি । আল্লাহ হাফেজ ।
কেমন আছেন সবাই ? আশা করি, সবাই ভাল আছেন । আমি
অনেকদিন ধরেই অতিথি হিসেবে এই ওয়েব সাইট ভিজিট করছি । সবার অলক্ষে আসছি
আবার সবার অলক্ষে চলে যাচ্ছি । কোনদিন কাউকে জানতেও দিই নাই যে আমি
এসেছিলাম । কিন্তু আজকে আমার অতীত রেকর্ড় বেঙ্গে সবার সামনে এসেছি সামান্য
একটা পোষ্ট নিয়ে । হয়ত অনেকেই জানেন এই বিষয়টা । যারা জানেন না তাদের জন্যই
লেখা এই পোষ্ট ।
আশা করি এখন আমরা সবাই জানি যে, Youtube কি জিনিস
এবং সেখানে কি থাকে । এই Youtube থেকে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে
বিভিন্ন ভিড়িও যেমন বিভিন্ন বিষয়ের ভিড়িও টিউটোরিয়াল, মুভি ইত্যাদি ডাউনলোড
করি । আমরা সবাই জানি যে, Youtube থেকে ভিড়িও ডাউনলোড করাটা সহজ নয় ।
বিভিন্ন রকম তাল-বাহানা করেই ভিড়িও নামাতে হয় । যা অনেক কষ্টকর । আমরা যারা
Mozilla Firefox ব্যবহার করি তারা সাধারণত Add-ons ব্যবহার করেই Youtube
থেকে ভিড়িও ডাউনলোড করি । এই Add-ons দিয়ে ডাউনলোড করতে গেলে একেকবারে
একেক রকম লিংক আসে । কোন কারণে যদি ডাউনলোড করার সময় ইন্টারনেট কানেকশন
ডিসকানেক্ট হয় তাহলে রিকানেক্ট দিয়ে Resume করলে ঐ লিংকটি আর খুঁজে পায় না ।
ফলে উক্ত ভিড়িওটি আবার নতুন করে ডাউনলোড দিতে হয় । আমরা যারা ডেস্কটপ
ব্যবহার করি তারাই সবচেয়ে ভুগি এই সমস্যায় । কোন বড় ফাইল ডাউনলোড দিছি ।
প্রায় ৭০%-৮০%+ ডাউনলোড হইছে, এমন সময় যদি ইন্টারনেট ডিসকানেক্ট হয় বা
কারেন্ট চলে যায় তখন মাথা একদম ঠিক থাকে না । তাই আজকে আমি দেখাব কি করে
উক্ত সমস্যার সমাধান করা যায় । আমি এই ট্রিকসটা IDM তথা Internet Download
Manager-এ Apply ব্যবহার করেছি । অন্য কোন ডাউনলোডার সফটওয়্যারে কাজ করে
কিনা আমার জানা নাই । আপনারা চেষ্টা করে দেখতে পারেন ।
কিভাবে করবেন সমস্যার সমাধানপ্রথমে আপনার IDM টি ওপেন করুন । Pause করা লিংকটি Resume করুন । যদি দেখেন যে আপনার লিংকটি কাজ করছে না । তাহলে Youtube এ গিয়ে আপনার ডাউনলোডকৃত ভিড়িওটি খুঁজে বের করুন ও নতুন ডাউনলোড লিংকটি কপি করুন । এবার IDM এ ফিরে আসুন এবং ডাউনলোডকৃত ভিড়িওটির উপর রাইট বাটন ক্লিক করুন । ক্লিক করার পর যে মেন্যু আসবে সেখান থেকে Properties এ ক্লিক করুন ।
দেখবেন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে । উক্ত উইন্ডোতে একটা Address লেখার ঘর দেখতে পাবেন ।
ঐ
ঘরে আপনার কপিকৃত নতুন লিংকটি পেষ্ট করুন এবং OK তে ক্লিক করে বের হয়ে
আসুন । এবার আপনার ডাউনলোডকৃত ভিড়িওটি Resume করুন । দেখবেন যেখানে আপনার
ডাউনলোডটি Pause হয়ে গিয়েছিল ঠিক সেখান থেকে পুনরায় আবার ডাউনলোড শুরু হয়ে
গেছে । কোথাও কোন সমস্যা হলে স্কিনশটগুলা দেখে করতে পারেন ।
হায়্
আল্লাহ !! লিখতে লিখতে ছোটখাট একটা অধ্যায় লিখে ফেললাম । প্রথম লিখছি তাই
লেখাটা অনেক বড় হয়ে গেছে । পরবর্তীতে লিখলে লেখা এত বড় না করার কথা দিয়ে
শেষ করছি আমার প্রথম পোষ্ট । আর হ্যা আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করার
জন্য ক্ষমা চাইছি ।
এই লেখাটি পূর্বে এই ব্লগে প্রকাশিত হয়েছিল ।পরিশেষে আমার ওয়েবসাইটটা একনজর দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি । আল্লাহ হাফেজ ।