আসসালামু আলাইকুম, আমি নিজেই এরকম একটা পবিত্র পাক কালাম খুজছিলাম যা কিনা পৃষ্ঠা উল্টিয়ে
উল্টিয়ে তিলাওয়াত করা যায় । পেলাম এমেরিকান এক সাইট । পেয়ে খু আনন্দ হল ।
এই ভাল জিনিসটা আপনাদের সঙ্গে করার জন্য...
আমি নিজেই এরকম একটা পবিত্র পাক কালাম খুজছিলাম যা কিনা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে তিলাওয়াত করা যায় । পেলাম এমেরিকান এক সাইট । পেয়ে খু আনন্দ হল । এই ভাল জিনিসটা আপনাদের সঙ্গে করার জন্য আমার এই লেখা মনে রাখবেন আপনার ফ্লাশ ফ্লাইয়ার ইনস্টল করা থাকতে হবে।
1। প্রথমে এই Quran in Warsh in Flash যান ।
2। ডাউনলোড করুন পবিত্র পাক কালাম।
3। Quranflash Warsh তে ডাবল ক্লিক করুন।
4। এরপর এই
ছবিটা দেখতে পাবেন।
5। ডানপাশের ছবিটা লুকিয়ে ফেলার জন্য তীর চিহ্নে (A)ক্লিক করুন।
6। তারপর উপরের ডানপাশে দু’টো আরবী লেখার বক্স দেখবেন। সেদু’টোর বামপাশের (B)আরবী লেখার উপর ক্লিক করুন।
7। ত্রিশ পারার আরবী সংখ্যা দেখতে পাবেন।
যা ডান থেকে বামে প্রসারিত।
8। যে কোন পারার উপর ক্লিক করুন। ঐ পারার মধ্যে যত সুরা আছে তা দেখতে পাবেন। আপনি ইচ্ছে করলে যেকোন সূরায় ক্লিক করে ঐ সূরা তিলাওয়াত করতে পারেন।
আমি ক্লিক করেছি 15 পারায়।
9। এরপর বামপাশের উপরের কোণার আরবী লেখায় ক্লিক করুন। এরপর যা আসবে তাতে ক্লিক করুন। এখানে
(C) ক্লিক করলে এক পৃষ্ঠা উল্টাবে আর এখানে(D) ক্লিক করলে অর্ধ পারা উল্টাবে।
10। এভাবে আপনি আসল কোরআন শরীফ তিলাওয়াতের আসল মজা নিন।
