আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের
দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে সফটওয়ার
ছাড়া ছবির/ছবির লেখার এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, আমি বিভিন্ন...সংগ্রহ করা হয়েছে হোছাইন বিডি সাইড থেকেআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের শিখাবো কিভাবে সফটওয়ার ছাড়া ছবির/ছবির লেখার এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, আমি বিভিন্ন ওয়েব/সফটওয়ার দিয়ে ছবির এনিমেশন তৈরি করি কিন্তু অন্যান্য সফটওয়্যার/ ওয়েব সাইট থেকে আজকের সাইটের মধ্যে অনেক সুন্দর এনিমেশন তৈরি করা যায়, তাহলে চলুন আর কথা না বলে বিস্তারিত জেনে নিই।
এনিমেশন তৈরি করতে হলে এখানে ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি পেজ আসবে।
এবার Browse বাটনে ক্লিক করে আপনার ছবি দেখিয়ে দিন, আমি আমার তিনটি ছবি সিলেক্ট করেছি আপনি যে কোন ছবি নিতে পারেন কিন্তু ১০টির বেশি গ্রহণ যোগ্য হবে না।
এবার Continue বাটনে ক্লিক করুন এনিমেশন এর জন্য। নিচের মত করে।
নিচে দেখুন কাজ হচ্ছে ,কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
সবশেষ Download বাটনে ক্লিক করে Save করে রাখুন।
তাহলে আমাদের ফাইনাল আউ্টফুট নিচের মত হবে, আপনার ছবি অনুযায়ে আবার অন্য রকম হতে পারে।
বিঃদ্রঃ একটা জিনিস খেয়াল রাখতে হবে ছবি আপলোড করার সময় একই মাপের দিতে হবে, না হলে এনিমেশন এর ছবির সাইজ ছোট বড় হবে এনিমেশন টা দেখতে সুন্দর হবে না।
আজকের মতো এই পর্যন্ত।