Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

গ্রামিনফোনের সাথে পাল্লা দিল রবি আগামী মাসে থ্রিজি ইন্টারনেট সেবা চালু করবে ।

 মোবাইল অপারেটর রবি’র প্রথমে লাইসেন্স পাওয়ার ৫ মাসের মধ্যে থ্রিজি ইন্টারনেট সেবা চালু করার কথা থাকলেও, অপর মোবাইল অপারেটর গ্রামিনফোনের সাথে পাল্লা দিয়ে আগামী মাসেই থ্রিজি ইন্টারনেট সেবা চালু করবে মোবাইল অপারেটর রবি ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অক্টোবর মাসেই চালু করা হবে রবি থ্রিজি ইন্টারনেট সেবা আর সিম পরিবর্তন ছাড়াই থ্রি জি ইন্টারনেট সেবা...


মোবাইল অপারেটর রবি’র প্রথমে লাইসেন্স পাওয়ার ৫ মাসের মধ্যে থ্রিজি ইন্টারনেট সেবা চালু করার কথা থাকলেও, অপর মোবাইল অপারেটর গ্রামিনফোনের সাথে পাল্লা দিয়ে আগামী মাসেই থ্রিজি ইন্টারনেট সেবা চালু করবে মোবাইল অপারেটর রবি ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অক্টোবর মাসেই চালু করা হবে রবি থ্রিজি ইন্টারনেট সেবা আর সিম পরিবর্তন ছাড়াই থ্রি জি ইন্টারনেট সেবা নিতে পারবেন রবি’র গ্রাহকরা । নাম প্রকাশ না করার শর্তে রবি’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার দুপুরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
সূত্র মতে, প্রথম দিকে সীমিত পরিসরে শুরু হলেও খুব দ্রুততম সময়ে মফস্বল শহরথেকে #থ্রিজি পরিষেবা বিস্তার
করে গ্রামীণ তরুণ গ্রাহকদের কাছে টানার
চেষ্টা করবে `জ্বলে ওঠো আপন শক্তিতে’
প্রত্যয়দীপ্ত এই প্রতিষ্ঠানটি। রবি’র দুই কোটি ৩৭ লাখ গ্রাহককেই
সবার আগে এই সেবা দেয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
থ্রিজি পরিষেবা চালুর বিষয়ে আগেই
রবি’র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মাইকেল ক্যুনার বলেছেন, যত দ্রুত
সম্ভব আমরা থ্রিজি পরিষেবা চালু
করবো। আর এটা নির্ভর করছে সেবা চালুর
জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির
অনাপত্তিপত্র হাতে পাওয়ার ওপর।
তবে আমরা থ্রিজি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত।
প্রসঙ্গত, সোমবার নিরুত্তাপ
নিলামে আগামী ১৫ বছরের জন্য ১০
কোটি ৫০ লাখ ডলারে পাঁচ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গের লাইসেন্স
পেয়েছে রবি