
আজকাল যে কোন ক্ষেত্রেই যে কোন প্রতিষ্টানে চাকুরীর পূর্বেই কর্তৃপক্ষকে
সিভি অথবা বায়োডাটা দিতেই হয়, বায়োডাটা প্রয়োজন হয়ে উঠে বিবাহের
ক্ষেত্রেও আর সিভিকে একটু প্রফেশনাল কিংবা আপডেটেড করতে আমরা প্রায়ই
দ্বারস্থ হই কম্পিউটার কম্পোজ...

আজকাল
যে কোন ক্ষেত্রেই যে কোন প্রতিষ্টানে চাকুরীর পূর্বেই কর্তৃপক্ষকে সিভি
অথবা বায়োডাটা দিতেই হয়, বায়োডাটা প্রয়োজন হয়ে উঠে বিবাহের ক্ষেত্রেও আর
সিভিকে একটু প্রফেশনাল কিংবা আপডেটেড করতে আমরা প্রায়ই দ্বারস্থ হই
কম্পিউটার কম্পোজ করা হয় এমন দোকানে কিংবা সাইবার ক্যাফে গুলোতে কম্পোজ আর
প্রিন্ট আউট বাবদ গুনতে হয় বাড়তি কিছু টাকা বাসায় পিসি আর ল্যপটপ থাকতে
কেন এত হয়রান হবেন? নিয়ে নিন না মাইক্রোসফট ওয়ার্ড ফরমেট করা বেশ কিছু
সিভি আর আপডেটেড রিজিউম যা আপনার যে কোন ক্ষেত্রেই প্রয়োজনে কাজে আসবে,
শুধু মাত্র একটু এডিট করে নিলেই চলবে আপনার প্রয়োজন অনুযায়ী সকল ধরনেরই
সিভি বা রিজিউম পেতে পারেন যেমন-
- পার্সোনাল সিভি বা রিজিউম
- ফ্যামিলি সিভি বা রিজিউম
- বাংলা বায়োডাটা সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের জন্য পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী করা ফরমেটে সিভি বা রিজিউম