Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

PDF ফাইলের পাসওয়ার্ড রিমোভ করুন।

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। প্রতিদিন চেষ্টা করছি কিছু না কিছু দেয়ার জন্য। তাই আজ আপনাদেরকে একটি সফটওয়্যার উপহার দিব। নাম দেখে বুঝে ফেলেছেন অনেকে। যায় হোক কাজের কথায় আসি। আমরা সবাই কোন কিছু পড়ার জন্য PDF
আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
প্রতিদিন চেষ্টা করছি কিছু না কিছু দেয়ার জন্য। তাই আজ আপনাদেরকে একটি সফটওয়্যার উপহার দিব। নাম দেখে বুঝে ফেলেছেন অনেকে।
যায় হোক কাজের কথায় আসি। আমরা সবাই কোন কিছু পড়ার জন্য PDF
ফাইলে পড়তে পছন্দ করি। তবে কিছু PDF ফাইল আছে যেগুলো আসল লেখা কিন্তু কপি করা যায়না। কিন্তু আমরা অনেকে জানিনা যে এগুলো আসলে পাসওয়ার্ড দেয়া। কিন্তু অনেক ক্ষেত্রে এই লেখাগুলো কপি করার প্রয়োজন হয়। তখন আমাদের মাথা কিছুটা খারাপ হয়। আমারও অনেকবার এই ধরনের সমস্যা হয়েছিল। অনেক খোঁজ করার পর একটা সমাধান পেলাম।
সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। সফটওয়ার এর নাম  “Wondershare PDF Password Remover”
একদম ছোট একটা সফটওয়ার মাত্র ৪.৭২ এমবি। Serial Key সহ দিলাম।
যাদের দরকার ডাওনলোড করে নিতে পারেন।
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন… 

সবাই ভাল থাকবেন।