পোস্টের শুরুতে সবাইকে সালাম ও
শুভেচ্ছা। ব্লগার / ব্লগস্পট ব্যবহারকারিদের জন্য অসাধারণ একটি পোস্ট
নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগার / ব্লগস্পট ব্লগে খুব
সুন্দর একটি সিসিটিভি ক্যামেরা গেজেট যুক্ত করা যায়। চলুন, কথা না
বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্লগে যুক্ত করা যায়। আশা করি
আপনাদের এই উইজেটটি ভালো লাগবে।
আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগার / ব্লগস্পট ব্লগে খুব
সুন্দর একটি সিসিটিভি ক্যামেরা গেজেট যুক্ত করা যায়। চলুন, কথা না
বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্লগে যুক্ত করা যায়। আশা করি
আপনাদের এই উইজেটটি ভালো লাগবে।- সতর্কতার জন্য আপনার টেম্পলেটটি ব্যাকআপ করে রাখতে পারেন।
যেভাবে ব্লগে সিসিটিভি গেজেট যুক্ত করবেন
প্রথমেই ব্লগার.কমে লগিন করে আপনার ব্লগের লেআউটে যান। তারপর অ্যাড নিউ গেজেটে ক্লিক করে HTML/JavaScript এ ক্লিক করুন। তারপর পপআপ উইন্ডোতে নিচের কোডটুকু পেস্ট করুন।<script language=”JavaScript” src=”https://cctv-by-bdtechzone-com.googlecode.com/files/cctv-by-bdtechzone-com.js” type=”text/javascript”> </script> <script language=”JavaScript” type=”text/javascript”> cot(“https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4KbkMXJB3jhOexAbhM0XPrUF9IhVvlPEnj3q1aesXmP92uvW_HQWB91uhVmuVYSz3rzGWk-3PoACXzYBS4DFsC_og35fGVlLvVwvbGisAElrZWG3Pv_abbSHfRhPmuOHHpx1KaixNlrA/s1600/cctv.gif”)</script>
- এবার HTML/JavaScript পপআপ উইন্ডোর সেভ বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার ব্লগে খুব সুন্দর একটি সিসিটিভি যুক্ত হয়ে যাবে, ধন্যবাদ।
বুঝতে কোন সমস্যা বা না কাজ করলে মন্তব্য করুন।