Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন

বাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম পোষ্ট শুরু করছি। আর সবার কাছে অনুরোধ করছি যেহেতু এটা আমার প্রথম পোষ্ট তাই ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসল কথায় আসি, সাধারণত আমারা সিষ্টেমের কোন সফটওয়্যার বা ড্রাইভার অন্য যে কোন কিছু ঠিকমত কাজ না করলে বা কোরাপ্ট করলে বা কোন ভাবেই যদি আর কাজ না করে তখন আমাদের সিষ্টেম নতুন করে সেটাপ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।
সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার জীবনের প্রথম পোষ্ট শুরু করছি। আর সবার কাছে অনুরোধ করছি যেহেতু এটা আমার প্রথম পোষ্ট তাই ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসল কথায় আসি, সাধারণত আমারা সিষ্টেমের কোন সফটওয়্যার বা ড্রাইভার অন্য যে কোন কিছু ঠিকমত কাজ না করলে বা কোরাপ্ট করলে বা কোন ভাবেই যদি আর কাজ না করে তখন আমাদের সিষ্টেম নতুন করে সেটাপ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু এভাবে আপনাকে নতুন করে সবকিছু ইন্সটোল করতে হয় যা অনেক সময় সাপেক্ষ । কিন্তু আপনি যদি সিষ্টেমের একটি ব্যাকআপ বা সেডো ইমেজ রেখে দেন তাহলে আপনার অনেক মূল্যবান সময় বাঁচতে পারে। তাহলে আসুন শুরু করা যাক -
প্রথমে আপনার পিসির সিস্টেম (এখানে আমি Windows 7-এর ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা লাগবে সব ইনস্টোল করুন। এরপর স্টেপ বাই স্টেপ আমার দেওয়া নীচের ছবিগুলো অনুসরন করুন।

প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি –
চিত্র – 1
Control Panel ত সবাই চিনেন, ত ওখানে যাওয়ার পর Back up your computer-এ ক্লিক করুন।
0011 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 2
Back up or restore your file এ অপশনটি আসলে এখান Back up now-এ ক্লিক করুন।
002 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন

চিত্র – 3
Select where you want to save your backup এ অপশনটি হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার  Image Back up রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next –এ ক্লিক করুন।
003 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 4
এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু Next –এ ক্লিক করুন।
004 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 5
এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।
005 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 6
আপনাকে শেষবারের মত কনফার্ম হতে বলছে। শুধু Back up now –এ ক্লিক করুন।
006 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 7
আপনার Windows Back up  শুরু হয়ে গেছে, সম্পুর্ন Back up  নিতে 20-40 মিনিট সময় হয়ত লাগতে পরে। এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে System Restore করতে হয়।
007 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন










System Restore করার পদ্ধতিঃ
চিত্র – 1
উপুরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক করুন।
0011 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 2
এবার এখান থেকে Recover system settings or your computer -এ ক্লিক করুন।
010 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 3
এখান থেকে Advanced recovery methods –এই অপশনে ক্লিক করুন।
0111 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন


















চিত্র – 4
এখান থেকে Use a system image you created earlier to recover your computer –এই অপশনে সিলেক্ট করুন।
0121 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 5
এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।
0131 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন
















চিত্র – 6
পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
0141 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন









চিত্র – 7
এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে তবে সেটা দিয়ে OK করুন।
015 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন









চিত্র – 8
এখানে থেকে System Image Recovery এই অপশনটি সিলেক্ট করুন।
016 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন

















চিত্র – 9
Select a system image backup এই অপশনটি সাধারনত ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
017 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন


















চিত্র – 10
এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
018 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন


















চিত্র – 11
শুধু Finish-এ ক্লিক করুন।
019 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন


















চিত্র – 12
এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত হতে বলছে। Yes-এ ক্লিক করুন।
020 কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন


















এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য দরে অপেক্ষা করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।
আজ এখানেই থামতে হচ্ছে। আগামিতে হয়তো আবার কোন পোষ্ট নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ অবশ্যাই কমেন্ট করতে বুলবেন না। কারো কাছে ভালো না লাগলেও দয়াকরে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ্হাফেজ।