আপনারা কী ক্যালেন্ডার না দেখে ২০১৩ সনের কোন তারিখ কী বার তা বের করতে
পরবেন? না পারলে জেনে নিন। এক্ষেত্রে আপনাদেরকে শুধু নিচের কোড নম্বরগুলো
মনে রাখতে হবে। তা হলো-জানুয়ারী-৩, ফেব্রুয়ারী-৬, মার্চ-৬, এপ্রিল-২,
মে-৪,...
আপনারা কী ক্যালেন্ডার না দেখে ২০১৩ সনের কোন তারিখ কী বার তা বের করতে পরবেন? না পারলে জেনে নিন।
এক্ষেত্রে
আপনাদেরকে শুধু নিচের কোড নম্বরগুলো মনে রাখতে হবে। তা হলো-জানুয়ারী-৩,
ফেব্রুয়ারী-৬, মার্চ-৬, এপ্রিল-২, মে-৪, জুন-৭, জুলাই-২, আগস্ট-৫,
সেপ্টেম্বর-১, অক্টোবর-৩, নভেম্বর-৬, ডিসেম্বর-১।
যে মাসের যে
তারিখের বার জানতে হবে, সে তারিখের সাথে উল্লিখিত মাসের কোড নম্বর যোগ করে
যোগফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে। শেষে যা অবশিষ্ট (ভাগশেষ) থাকবে, তাই বারের
নাম নির্দেশ করবে।
এ পর্যায়ে মনে রাখতে হবে, ভাগশেষ ১ হলে বার হবে
শনিবার, ২ হলে রবিবার, ৩ হলে সোমবার, ৪ হলে মঙ্গলবার, ৫ হলে বুধবার, ৬ হলে
বৃহস্পতিবার, ০ হলে শুক্রবার।মনে করেন ২০১৩ সনের ২৬ মার্চ কী বার, তা বের করতে হবে। তাহলে তারিখ (২৬)-এর সাথে উক্ত মাসের কোড নম্বর (৬) যোগ করতে হবে। যেমন : ২৬+৬=৩২ হলো। এবার যোগফলকে ৭ দিয়ে ভাগ করলে, ভাগশেষ থাকে ৪। যেহেতু ভাগশেষ ৪, অতএব ২০১৩ সনের ২৬ মার্চ হবে মঙ্গলবার।
তবে
তারিখ ও মাসের কোড –এর যোগফল যদি ৭ এর কম হয়, তাহলে আর ৭ দিয়ে ভাগ করতে হবে
না, বরং তখন সরাসরি উক্ত সংখ্যাকেই বার সংকেত ধরে বার নির্ণয় করত হবে।
যেমন ১ জানুয়ারী কী বার, তার নির্ণয় করতে তারিখ (১) ও মাসের কোড (৩) এর
যোগফল হয়েছে ৪। এখন এ ৪ ই বার সংকেত। সুতরাং ১ জানুয়ারী হবে মঙ্গলবার।
এভাবে ২০১৩ সনের যে কোনো তারিখের বার নিজে নিজেই নির্ণয় করা সম্ভব। এতে ক্যালেন্ডারের প্রয়েঅজন হবে না।ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।