Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

এসে গেল বিশ্বের সর্বপ্রথম বাংলায় ইউনিকোড “হাদিস সফটওয়্যার” ০.৪ ভার্সন, ব্যান্ডউইথ ফুরানোর আগেই নিয়ে নিন জলদি

আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহ আশা করি আপনারা ভাল আছেন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এর বয়স প্রায় ১ বছর হতে চললো। “বাংলা হাদিস সফটওয়্যার” অনেক দুর এগিয়েছে যার মধ্যে সদস্যদের মধ্যে বেশিরভাগই...

আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহ
আশা করি আপনারা ভাল আছেন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এর বয়স প্রায় ১ বছর হতে চললো। “বাংলা হাদিস সফটওয়্যার” অনেক দুর এগিয়েছে যার মধ্যে সদস্যদের মধ্যে বেশিরভাগই টেকটিউনস এর টেকটিউনার রা। এর মধ্যে আমরা প্রায় ৩৫,০০০ হাদিস সন্নিবেশ করেছি সফটওয়্যারটিতে। আমাদের অনলাইনের ওয়েবসাইট সম্মানিত রোকন ভাই  অনেক যত্নে ও সময় নিয়ে তৈরি করছেন http://hadithbd.com/ ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি আপনাদের। যেখানে আপনি আমাদের অফলাইন  সফটওয়্যারটির প্রায় সব হাদিস পাবেনও শেয়ার করতে পারবেন অনায়াসে।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি ডিজিটাল বাংলা হাদিস টিমকে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন। আজ আপনাদের খেদমতে সফটওয়্যারটির ০.৪ ভার্সন পেশ করার ইচ্ছা প্রকাশ করি। প্রতিবার লিংক দিলে ব্যান্ডউইথ একসিড করে, গতমাসে তিনটি লিংকই একসিড করেছিল। এবার ৩টি লিংক দিলাম, ১ম লিংকটিতে ১০ জিবি ব্যান্ডউইথ পাবেন। আর মিডিয়া ফায়ার সহ আরও একটি লিংক দিলাম। কোন সমস্যা হলে জানাবেন আশা করি। সফটওয়্যারটি লোড করার পর  User Manuel পাবেন –
এছাড়াও আমাদের হাদিস সফটওয়্যারের 0.4 ভার্সন বের হয়েছে ২ দিন আগে কালেকশানে না থাকলে শীঘ্রই নিয়ে নিন। ৫২ মেগাবাইট (৩টা লিংক দিলাম) -

যেসব হাদিসের কাজ করা হয়েছে এবং চলছে-

  • ১) বুখারী শরীফ (সম্পূর্ন)
  • ২) মুসলিম শরীফ (সম্পূর্ন)
  • ৩) রিয়াযুস স্বলিহীন (সম্পূর্ন)
  • ৪. সুনানু আন- নাসাঈ শরীফ (সম্পূর্ন)
  • ৫. বুলুগূল মারাম (অসম্পূর্ন)
  • ৬. ইমাম নওবীর ৪০ হাদিস (সম্পূর্ন)
  • ৭. সহিহ হাদিসে কুদসি (সম্পূর্ন)
  • ৮. সহিহ আত্-তিরমিযী (অসম্পূর্ন)
  • ৯. সুনান ইবনে মাজাহ্ (সম্পূর্ন)
  • ১০. মুয়াত্তা- ইমাম মালিক (র)(অসম্পূর্ন)
  • ১১. সুনান আবু- দাউদ (অসম্পূর্ন)
  • ১২. মুসনাদে আহমদ (অসম্পূর্ন)
  • ১৩. যয়িফ ও জাল হাদিস সিরিজ (অসম্পূর্ন)
  • ১৪. হিসনুল মুসলিম (অসম্পূর্ন)
  • ১৫. আল-আদাবুল মুফরাদ (অসম্পূর্ন)
  • ১৬. শামায়েল মোহাম্মদীয়া (অসম্পূর্ন)
  • ১৭. মিশকাত শরীফ (অসম্পূর্ন)
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)-এর সাথে যারা এ মহৎ কাজে অংশগ্রহন করতে চান মেল করে জানাবেন।
আরো কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ন সফটওয়্যার লোড করার অনুরোধ করছি-