বিশ্বের
সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক টেকটিউনসের সবাইকে অনেক অনেক
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। বিভিন্ন কারণে আমরা
সবাই এক পিসি থেকে অন্য পিসি তে ফাইল আদান প্রদান করতে Pendrive ব্যাবহার
করি। কিন্তু এমন যদি হত, পেনড্রাইভের মধ্যে পিসিটাকে নিয়ে ঘুরে বেড়াতে
পারতাম।
যখন যার পিসিতে ইচ্ছা পেনড্রাইভ লাগিয়ে আমার নিজের পিসিই ব্যাবহার করতে পারতাম। তাহলে সময়ও বাঁচত, কষ্টও কম হত।
2. Cumtom (advanced) এ Click করুন এবং Next এ ক্লিক করুন।
3. Next এ ক্লিক করুন।
4. I will install Operating System Later - select করুন এবং Next এ ক্লিক করুন।
5. Microsoft Windows - select করুন, ভার্সন choose করুন এবং Next এ ক্লিক করুন।
6. Next এ ক্লিক করুন।
7. Next এ ক্লিক করুন।
8. Next এ ক্লিক করুন।
9. Next এ ক্লিক করুন।
10. Next এ ক্লিক করুন।
11. Next এ ক্লিক করুন।
12. Next এ ক্লিক করুন।
13. Use a physical Disk (for advance users) - select করুন এবং Next এ ক্লিক করুন।
14. Device এ PhysicalDrive1 বা PhysicalDrive2 - choose করুন (অর্থাৎ External USB Storage Device - Select করছেন), Use entire disk - select করুন এবং Next এ ক্লিক করুন।
PhysicalDrive0 মানে আপনার কম্পিউটারের Internal Hard Disk
15. Next এ ক্লিক করুন।
16. Finish এ ক্লিক করুন।
17. Edit virtual machine settings - এ click করুন।
18. CD/DVD (SATA) - তে click করুন। Use ISO image file - এ click করুন। Browse - এ click করুন এবং Windows installer ISO file টি locate করুন। OK - তে click করুন।
19. Power on this virtual machine - এ click করুন।
2. Install Now এ click করুন।
3. I accept the lisence terms এ click করুন এবং Next এ click করুন।
4. Custom: Install Windows Only (advanced) এ ক্লিক করুন।
5. যে Drive টি দেখাবে সেটি আপনার External USB Storage Device। Format করুন এবং Next এ click করুন।
6. এবার 10-15 মিনিট ধরে Windows install হবে আপনার External USB Storage Device এ।
7. এ পর্যায়ে PC name দিন এবং Next এ click করুন।
8. Use Express Settings - এ click করুন।
9. আপনার User name এবং Password দিন এবং Finish এ ক্লিক করুন।
10. এবার Virtual Machine টি Shut Down করে দিন।
2. On হওয়ার সাথে সাথে F12 বা F8 কী প্রেস করুন।
3. Boot Menu থেকে External USB Storage Device টি Select করুন।
এবার External USB Storage Device থেকে বুট হবে। যখন দেখবেন যে, Windows চলে এসেছে তখন প্রয়োজনীয় সব Software এবং Driver ইন্সটল করে নিন। Pendrive এর Windows কে আপনার Internal Hard Drive এর Windows এর মত করে সাজান।
এখন যে কারও PC তে Pendrive লাগিয়ে, Pendrive থেকে বুট করলে তাঁর PC'র মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার PCকেই। আপনার PC সবসময় থাকবে আপনার সঙ্গেই। পকেটে করেই PCকে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়। সময়ও বাঁচবে, কষ্টও কমবে। তাই, এখনই তৈরি করে ফেলুন আপনার Portable Workspace।
আজকের মত শেষ করছি। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
যখন যার পিসিতে ইচ্ছা পেনড্রাইভ লাগিয়ে আমার নিজের পিসিই ব্যাবহার করতে পারতাম। তাহলে সময়ও বাঁচত, কষ্টও কম হত।
হ্যাঁ,
এই বিষয়টা নিয়েই মাইক্রোসফট অনেক ধরে ভেবে আসছিলো। ফাইনালি তারা
রিলিজ করল Windows To Go। Windows To Go হল, পেন্ড্রাইভটিকে আপনার
কম্পিউটারের Internal Hard Disk এর মত ব্যাবহার করা। পেন্ড্রাইভের মধ্যে
Windows install করা থাকবে এবং অন্যান্য প্রয়োজনীয় Software সমূহও install
করা থাকবে। যখন যে পিসিতে ইচ্ছা পেন্ড্রাইভ লাগিয়ে, পেন্ড্রাইভ থেকে Boot
করতে হবে এবং নিজের পিসির মত ব্যাবহার করা যাবে। Internal Hard Disk থেকে
Windows চালানো, আর Pendrive থেকে Windows চালানো প্রায় একই। উদাহরণ
স্বরূপ বলতে পারি Linux Live USB এর কথা। বিস্তারিতভাবে ধারণা নিতে Microsoft এর ওফিসিয়াল পেজ বা উইকিপিডিয়া কিংবা Technet থেকে ঘুরে আসুন।
কিন্তু দুঃখের বিষয়, এটা শুধুমাত্র Windows 8.1 Enterprise এর সাথে দেয়া আছে।
কিন্তু
আমরা অনেকেই Windows 8.1 এর অন্যান্য সংস্করণ ব্যাবহার করি আবার অনেকে
Windows 7, Windows XP এগুলোও ব্যাবহার করে থাকি। কি, মন খারাপ হয়ে গেল? মন
খারাপের কিছু নেই। আজকে আমি একটা আন-অফিসিয়াল মেথড দেখাব যেটা সব Windows
এর সব সংস্করণে ব্যাবহার করা যাবে।
এর জন্য যা যা লাগবেঃ
- একটি Minimum - 8 GB USB Drive (for Windows XP), 16 GB USB Drive (for Windows 7, 8, 8.1, 10)
- যে কোনো Windows এর একটি ISO file বা ডিভিডি
- Vmware Workstation 11 ( এখান থেকে মুল সফটওয়্যারটি এবং এখান থেকে সিরিয়াল কী ডাউনলোড করে নিন)
১মধাপঃ____________________________________________________________________
Vmware Workstation 11 ইন্সটল করুন। Serial key দিয়ে আন-লক করে নিন।২য়ধাপঃ____________________________________________________________________
1. Vmware Workstation ওপেন করুন এবং Create a New Virtual Machine - Tab এ Click করুন।2. Cumtom (advanced) এ Click করুন এবং Next এ ক্লিক করুন।
3. Next এ ক্লিক করুন।
4. I will install Operating System Later - select করুন এবং Next এ ক্লিক করুন।
5. Microsoft Windows - select করুন, ভার্সন choose করুন এবং Next এ ক্লিক করুন।
6. Next এ ক্লিক করুন।
7. Next এ ক্লিক করুন।
8. Next এ ক্লিক করুন।
9. Next এ ক্লিক করুন।
10. Next এ ক্লিক করুন।
11. Next এ ক্লিক করুন।
12. Next এ ক্লিক করুন।
13. Use a physical Disk (for advance users) - select করুন এবং Next এ ক্লিক করুন।
14. Device এ PhysicalDrive1 বা PhysicalDrive2 - choose করুন (অর্থাৎ External USB Storage Device - Select করছেন), Use entire disk - select করুন এবং Next এ ক্লিক করুন।
PhysicalDrive0 মানে আপনার কম্পিউটারের Internal Hard Disk
15. Next এ ক্লিক করুন।
16. Finish এ ক্লিক করুন।
17. Edit virtual machine settings - এ click করুন।
18. CD/DVD (SATA) - তে click করুন। Use ISO image file - এ click করুন। Browse - এ click করুন এবং Windows installer ISO file টি locate করুন। OK - তে click করুন।
19. Power on this virtual machine - এ click করুন।
৩য়ধাপঃ___________________________________________________________________
1. ISO Image File থেকে বুট হবে এবং নিচের ছবির মত Window আসবে। Next এ click করুন।2. Install Now এ click করুন।
3. I accept the lisence terms এ click করুন এবং Next এ click করুন।
4. Custom: Install Windows Only (advanced) এ ক্লিক করুন।
5. যে Drive টি দেখাবে সেটি আপনার External USB Storage Device। Format করুন এবং Next এ click করুন।
6. এবার 10-15 মিনিট ধরে Windows install হবে আপনার External USB Storage Device এ।
7. এ পর্যায়ে PC name দিন এবং Next এ click করুন।
8. Use Express Settings - এ click করুন।
9. আপনার User name এবং Password দিন এবং Finish এ ক্লিক করুন।
10. এবার Virtual Machine টি Shut Down করে দিন।
৪র্থধাপঃ____________________________________________________________________
1. এবার PC restart করুন।2. On হওয়ার সাথে সাথে F12 বা F8 কী প্রেস করুন।
3. Boot Menu থেকে External USB Storage Device টি Select করুন।
এবার External USB Storage Device থেকে বুট হবে। যখন দেখবেন যে, Windows চলে এসেছে তখন প্রয়োজনীয় সব Software এবং Driver ইন্সটল করে নিন। Pendrive এর Windows কে আপনার Internal Hard Drive এর Windows এর মত করে সাজান।
এখন যে কারও PC তে Pendrive লাগিয়ে, Pendrive থেকে বুট করলে তাঁর PC'র মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার PCকেই। আপনার PC সবসময় থাকবে আপনার সঙ্গেই। পকেটে করেই PCকে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়। সময়ও বাঁচবে, কষ্টও কমবে। তাই, এখনই তৈরি করে ফেলুন আপনার Portable Workspace।
আজকের মত শেষ করছি। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।