Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!

আসসালামু আলাইকুম, সকল টিউনার ও ভিজিটর আপনারা সকলেই কেমন আছেন? আশাকরছি সকলেই আল্লাহর দয়ায় ভালই আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসেছি PNG format এর কিছু কোট। আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু…

আসসালামু আলাইকুম,
সকল টিউনার ও ভিজিটর আপনারা সকলেই কেমন আছেন? আশাকরছি সকলেই আল্লাহর দয়ায় ভালই আছেন।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসেছি PNG format এর কিছু কোট।
আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক।
যা যা করতে হবেঃ
১. প্রথমে নিচের লিংক হতে PNG format এর কোট গুলো ডাউনলোড করে নিন
২. এরপর যে ছবিতে কোট পরাতে চান তা ফটোসপে ওপেন করুন;৩. ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন।৪. Ctrl+A চেপে সম্পুরন কোটটি সিলেক্ট করুন;৪. যে ছবিতে কোট পরাতে চান সেখানে Ctrl+V চেপে পেস্ট করুন;

৫. এবার কোটটি আপনার ছবির সাথে adjust করার জন্য Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন, ডানে বামে সরান। প্রয়োজনে কোটটি বড় ছোট করে নিন (ছবিতে দেখেন);

৬। Crop Tool দিয়ে Hight=2 & Width =1.5 দিয়ে Crop করুন;

৭. এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।

ব্যাস আপনার সব কাজ শেষ।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন।
আমার ব্লগ
বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!