আমার আগের টিউনে আপনাদের ভালো সাড়া পেয়ে আবার না লিখে পারলাম না । আসলে আমার বাসায় প্রিন্টার নাই । আগে যে অফিসে ছিলাম সেখানে ফাইল ও প্রিন্টার শেয়ার করেছি । মনের মত না হলেও.
দ্বিতীয় পিসিতে NETWORK-এ ক্লিক করে PC-1 এর ফোল্ডারে দেখেন ফাইলটি শেয়ার হয়ে গেছে ।
আমার আগের টিউনে আপনাদের ভালো সাড়া পেয়ে আবার না লিখে পারলাম না । আসলে আমার বাসায় প্রিন্টার নাই । আগে যে অফিসে ছিলাম সেখানে ফাইল ও প্রিন্টার শেয়ার করেছি । মনের মত না হলেও এখানে সেই অভিজ্ঞতার আলোকে টিউটোরিয়াল শেয়ার করছি । প্রথমে আমাদের আগের টিউটোরিয়াল আসুন,দুই পিসিতে সহজে নেট কানেকশন দেই- এর মত STEP গুলো অনুসরন করবো । যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা ক্লিক করেন এখানে । এরপর নিচের চিত্রগুলো অনুসরন করলেই কার্যকরভাবেই ফাইল ও প্রিন্টার শেয়ার হয়ে যাবে ।









এবার আমরা প্রিন্টার শেয়ার করবো ।তাহলে , নিচের চিত্র অনুসরণ করুন.......
প্রথমে PRINTERS AND DEVICE OPTION-এ গিয়ে ডিফল্ট প্রিন্টার সিলেক্ট করে দিন.......
আপনার ডিফল্ট প্রিন্টার অপশন-এ মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করুন.......
দেখুন শেয়ার চিহ্ন দেখাচ্ছে......
এবার প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করে আপনি যে প্রিনটার ব্যাবহার করেন তার অপশন গুলো সেট করুন অর্থাৎ প্রিন্টারের কোন অংশ শেয়ার হবে সিলেক্ট করুন ।
এবার প্রিন্ট দিয়ে দেখুন ২ নং পিসির প্রিন্টারে প্রিন্ট হচ্ছে ।
সবশেষে সকলের জন্য শুভ কামনা ।









