Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

পবিত্র রমজানের আগে শুদ্ধরুপে নামাজ পড়ার নিয়মটা ভিডিও দেখি

আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন মে'রাজের রাতে, যেই রাতে আল্লাহ প্রিয় মাহবুবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন । নামাজ ইসলামের রুকন সমূহের মধ্যে দ্বিতীয় রুকন । প্রত্যেক মুসলিম পরিবারের শিশুকে সাত বছর বয়স হলে নামাজ পড়ার তাগিদ দিতে হবে, নয় বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করে বাধ্য করতে হবে । এটাই ইসলামের আদেশ ।

 বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন মে'রাজের রাতে, যেই রাতে আল্লাহ প্রিয় মাহবুবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন । নামাজ ইসলামের রুকন সমূহের মধ্যে দ্বিতীয় রুকন । প্রত্যেক মুসলিম পরিবারের শিশুকে সাত বছর বয়স হলে নামাজ পড়ার তাগিদ দিতে হবে, নয় বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করে বাধ্য করতে হবে । এটাই ইসলামের আদেশ ।

স্রষ্টার সর্বশ্রেষ্ট এবাদত এই নামাজ পড়ার সময় আমরা অনেক ছোট ছোট ভুল করে ফেলি । মসজিদে মাঝে মধ্যে চোখে পড়ে সিজদার সময় পা দুটো মাটি থেকে পৃথক করে ফেলে, বসাটি শুদ্ধ হয়নি ইত্যাদি ইত্যাদি । এসব ছোট ছোট ভুল গুলোর কারণে কিন্তু আমাদের নামাজ হবে না । নিচের চিত্রগুলো দেখুন -

tune5

 tune6Copy of tune6

আরো বেশী জানতে এই সাইটটি ঘুরে আসুন । সাইটির নিচের দিকে ইংলিশ ।

রমজান মাস আসলে নামাজীর সংখ্যা একটু বাড়ে, রমজান মাসের শুরুতে মসজিদ ভর্তি, আট দশ দিনে মসজিদ অর্ধেক হয়ে যায়, ২৬শে রমজান কদরের রাত্রে আবার জমজমাট মসজিদ, রমজানের শেষেতো একেবারে হাওয়া , শুধু জুমারদিন মসজিদে যায় আমরা দুই রাকাত নামাজ পড়ে কার আগে কে মসজিদ ছেড়ে চলে আসব সেই প্রতিযোগিতা করি ।

আজকের টিউনে আমি এমন একটা সাইটের কথা জানাতে এসেছি যেখান থেকে নামাজ পড়ার নিয়ম ভিডিওতে দেখতে পারবেন । প্রথমে এই সাইটে প্রবেশ করুন এবং ভিডিওটি চালু করুন

tune5

আমাদের বাংলাদেশে হানাফী মাযহাবের অনুসারী অধিকাংশ । অন্যান্য মাযহাব শাফেয়ী, হাম্বলী এ মালেকী তেমন দেখা যায়না । মাযহাব অনুসারে নামাজ পড়ার মধ্যে একটু ভিন্নতা আছে । আমাদের মাযহাবে শুধু নামাজের নিয়তের সময় আল্লাহু আকবর বলে কান পযর্ন্ত একবর হাত তুলি আর শাফেয়ী মাযহাবের অনুসারীরা বারবার হাত উঠায় । এই লিঙ্কে  প্রবেশ করে দেখুন - tune43

 tune7এছাড়াও আরো কিছু পার্থক্য আছে যেমন- আমাদের মাযহাবে ইমামের পেছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার পর "আমীন" শব্দটি ছোট করে বলি আর শাফেয়ী মাযহবরের অনুসারী বড় আওয়াজে উচ্চারণ করে ।

আল্লাহ আমাদের শুদ্ধরূপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক । আমীন

ভুল হলে ক্ষমার চোখে দেখবেন ।