পবিত্র রমজানের আগে শুদ্ধরুপে নামাজ পড়ার নিয়মটা ভিডিও দেখি
আল্লাহ
আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন মে'রাজের রাতে, যেই রাতে আল্লাহ প্রিয়
মাহবুবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন । নামাজ ইসলামের রুকন সমূহের মধ্যে
দ্বিতীয় রুকন । প্রত্যেক মুসলিম পরিবারের শিশুকে সাত বছর বয়স হলে নামাজ
পড়ার তাগিদ দিতে হবে, নয় বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করে বাধ্য
করতে হবে । এটাই ইসলামের আদেশ ।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহ
আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন মে'রাজের রাতে, যেই রাতে আল্লাহ প্রিয়
মাহবুবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন । নামাজ ইসলামের রুকন সমূহের মধ্যে
দ্বিতীয় রুকন । প্রত্যেক মুসলিম পরিবারের শিশুকে সাত বছর বয়স হলে নামাজ
পড়ার তাগিদ দিতে হবে, নয় বছর বয়সে নামাজ না পড়লে তাকে প্রহার করে বাধ্য
করতে হবে । এটাই ইসলামের আদেশ ।
স্রষ্টার
সর্বশ্রেষ্ট এবাদত এই নামাজ পড়ার সময় আমরা অনেক ছোট ছোট ভুল করে ফেলি ।
মসজিদে মাঝে মধ্যে চোখে পড়ে সিজদার সময় পা দুটো মাটি থেকে পৃথক করে ফেলে,
বসাটি শুদ্ধ হয়নি ইত্যাদি ইত্যাদি । এসব ছোট ছোট ভুল গুলোর কারণে কিন্তু
আমাদের নামাজ হবে না । নিচের চিত্রগুলো দেখুন -
আরো বেশী জানতে এই সাইটটি ঘুরে আসুন । সাইটির নিচের দিকে ইংলিশ ।
রমজান
মাস আসলে নামাজীর সংখ্যা একটু বাড়ে, রমজান মাসের শুরুতে মসজিদ ভর্তি, আট
দশ দিনে মসজিদ অর্ধেক হয়ে যায়, ২৬শে রমজান কদরের রাত্রে আবার জমজমাট মসজিদ,
রমজানের শেষেতো একেবারে হাওয়া , শুধু জুমারদিন মসজিদে যায় আমরা দুই রাকাত
নামাজ পড়ে কার আগে কে মসজিদ ছেড়ে চলে আসব সেই প্রতিযোগিতা করি ।
আজকের টিউনে আমি এমন একটা সাইটের কথা জানাতে এসেছি যেখান থেকে নামাজ পড়ার নিয়ম ভিডিওতে দেখতে পারবেন । প্রথমে এই সাইটে প্রবেশ করুন এবং ভিডিওটি চালু করুন
আমাদের
বাংলাদেশে হানাফী মাযহাবের অনুসারী অধিকাংশ । অন্যান্য মাযহাব শাফেয়ী,
হাম্বলী এ মালেকী তেমন দেখা যায়না । মাযহাব অনুসারে নামাজ পড়ার মধ্যে একটু
ভিন্নতা আছে । আমাদের মাযহাবে শুধু নামাজের নিয়তের সময় আল্লাহু আকবর বলে
কান পযর্ন্ত একবর হাত তুলি আর শাফেয়ী মাযহাবের অনুসারীরা বারবার হাত উঠায়
। এই লিঙ্কে প্রবেশ করে দেখুন -
এছাড়াও
আরো কিছু পার্থক্য আছে যেমন- আমাদের মাযহাবে ইমামের পেছনে নামাজ পড়ার সময়
সূরা ফাতিহা পড়ার পর "আমীন" শব্দটি ছোট করে বলি আর শাফেয়ী মাযহবরের
অনুসারী বড় আওয়াজে উচ্চারণ করে ।
আল্লাহ আমাদের শুদ্ধরূপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক । আমীন