Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

পছন্দমত শর্টকাট তৈরী করুন


winlaunch_big.jpg

উইন্ডোজে আপনার ইচ্ছামত শর্টকাট কী তৈরী করতে পারবেন উইনলাঞ্চ সফটওয়্যারের সাহায্যে। ফলে আপনি যেকোন প্রোগ্রাম, ডকুমেন্ট, ফোল্ডার, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদি ইচ্ছামত চালু করতে পারবেন নিজের তৈরী করা শার্টকাট কী এর সাহায়্যে।
 উইন্ডোজে আপনার ইচ্ছামত শর্টকাট কী তৈরী করতে পারবেন উইনলাঞ্চ সফটওয়্যারের সাহায্যে। ফলে আপনি যেকোন প্রোগ্রাম, ডকুমেন্ট, ফোল্ডার, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদি ইচ্ছামত চালু করতে পারবেন নিজের তৈরী করা
 winlaunch_big.jpg
শার্টকাট কী এর সাহায়্যে।এজন্য প্রথমে http://www.troupware.com/downloads/winlaunch.zip থেকে ৩০৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এজন্য অবশ্যয় ডট নেট ইনষ্টল থাকা লাগবে। এবার উইনলাঞ্চ চালু করে Add Shortcut এ ক্লিক করে ইচ্ছামত বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট যুক্ত করুন।
এই শর্টকাট আপনি যেকোন প্রোগ্রামের উপর থেকে যেকোন সময়ে চলাতে পারেন। তবে চলন্ত কোন প্রোগ্রাম বা উইন্ডোজের ডিফল্ট শর্টকাট এর সাথে মিলে গেলে উভয় কার্য সম্পাদন হবে। যেমন, আপনি যদি ফায়ারফক্স খোলার জন্য Ctrl+S শর্টকাট ব্যবহার করেন এবং সেটি মাইক্রোসফট ওয়ার্ড চালু থাকা অবস্থায় Ctrl+S চাপেন, তাহলে ওয়ার্ডের ডিফল্ট কাজ হিসাবে সেভ হবে এবং উইনলাঞ্চের শার্টকাট হিসাবে ফায়ারফক্স চালু হবে। এই সফটওয়্যারে আপনি কয়েকশত শর্টকাট যুক্ত করতে পারবেন।
মূল লেখা এখানে