Drop Down

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মেনু বার

  • আরও লিংক

চলমান

//****এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা, কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। প্রয়োজনে G-Mail - scptbd@gmail.com//
//****বল্গ সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম, আমার এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে একের ভিতর অনেক।

Choose the language

লিঙ্কে Click করুন এটি উপভোগ করুন এটি আপনার জীবন পরিবর্তন করবে।

https://cutt.ly/EwmG8q2H

১. স্বপ্ন দেখা ও লক্ষ্য নির্ধারণ:

  • স্বপ্ন দেখা: নিজেকে কোথায় দেখতে চান, কী অর্জন করতে চান, সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন।
  • লক্ষ্য নির্ধারণ: স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন। এতে লক্ষ্য অর্জন করা সহজ হবে।
  • সময়সীমা নির্ধারণ: প্রতিটি লক্ষ্যের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন।
বিস্তারিত জানতে Google Adsterra Video দেখে জেনে নিন। 

এসএসসির ফল ও বই উদ্বোধন ৩০ ডিসেম্বর


 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। এর মধ্যে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তিতে বয়সের বাধা কাটলো


 বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা যে কোনো বয়সেরই হোক একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। তবে সাধারণ ও কারিগরি-মাদ্রাসা বোর্ডের ২০১৯ খ্রিষ্টাব্দের শিক্ষার্থীরা সরাসরি এবং এর আগে পাস করা শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে। আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

একাদশে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি, ক্লাস ২ মার্চ থেকে

 একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী আগামী ৫ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন বা TC-এর নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ পরিবর্তন করতে গেলে, অর্থাৎ এক কলেজ থেকে আরেক কলেজে TC নিয়ে ভর্তি হতে চাইলে প্রথমে বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে।


যেসব কারণে শিক্ষার্থী ছাড়পত্র নিতে পারবে :
# বাবা/মার বদলি : বাবা/মা চাকরিজীবি হলে যদি বর্তমান জেলা থেকে অন্য কোনো জেলায় বদলি হয়, তাহলে ছাড়পত্র পাওয়া যাবে। হলে। উল্লেখ্য, বাবা/মা আইনগতভাবে কাউকে অভিভাবকত্ব প্রদান করলে সে অভিভাবক যদি চাকরিক্ষেত্রে বদলি হয়, তাহলেও ছাড়পত্র নেওয়া যাবে।

পিসি দিয়ে যেভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন,বিস্তারিত

 আশসালামু-আলাইকুম, বন্ধুগণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ (ভালো আছি) আজ আমি  আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুতপুর্ন টিউন নিয়ে – আশা করছি আপনাদের ভাল লাগবে   * *কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া* অনেকেরি ব্লগ/ওয়েবসাইট আছে এবং তারা চায় তাদের সাইট…

রিলিজ হলো Shopkeeper (দোকানদার) অ্যান্ড্রয়েড অ্যাপসের নতুন ভার্শন ২.২

যেকারণে অ্যাপটি তৈরী করা: প্রায় সব ধরণের বাবস্যার মধ্যে বাকী লেনদেন হয়ে থাকে। আর আমরা এসব কাস্টমারের বাকী লেনদেনের হিসাব রাখতে ব্যবহার করে থাকি। বাকীলেনদেনের জন্য খাতা। কাস্টমারের বাকী লেনদেনের একনজরে দেখতে তার হিসাব নির্ণয় অনেক সময় সাপেক্ষ, এবং ব্যবসায়ে সর্বমোট কত টাকা বাকী লেনদেন রয়েছে, কার কত টাকা রয়েছে,…

তারাবিহ’র নামাজ পড়ার নিয়ম/ রোজা গুরুত্ব/রোজা ভঙ্গের কারণ/ সেহেরী ও ইফতারের সময়সূচি:

তারাবিহ নামাজ
এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, একে ‘তারাবিহ নামাজ’ বলা হয়। আরবি ‘তারাবিহ’ শব্দটির মূল ধাতু ‘রাহাতুন’ অর্থ আরাম বা বিশ্রাম করা।রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবিহ নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরিফ একবার খতম করা সুন্নতে মুয়াক্কাদা।


বাড়িয়ে নিন GP ইন্টারনেট এর মেয়াদ ১মাস (মাত্র ১.১৮ পয়সায়)

আশা করি সবাই ভালো আছেন?অনেক দিন পর আজ Techtunes এ আসলাম।প্রথম বার Id টাতে Login করতে গেলাম Login হল না।ভাবলাম অনিয়মিতর জন্য Id টা হয়তো Ban হয়ে গেছে।ধন্যবাদ Admin Pannel এর ভাইদের।সেই দুই বছর আগে Post টা করার পর থেকে প্রায় নিয়মিতই দুই একজন করে Message দেয় ভাই MB এর…

Canon 2772/2770 প্রিন্টারে প্রিন্ট করতে পারছেন না? তাহলে নিজে নিজে রিসেট করুন টিউনটা আপনার জন্য।

কেনন-ip2772 / 2770
 ক্যাননের সবচেয়ে কমদামী প্রিন্টার Canon 2772/2770। CISS/ ড্রাম  লাগিয়ে ৯০% কম খরচে প্রিন্ট করা যায়। যা আর কোন প্রিন্টারে কোন কমদামি প্রিন্টারে এত ভালো করা যায় না। তাই বর্তমানে এটি মার্কেটে অনেক জনপ্রিয়। কেও যদি কমদামে প্রিন্টার কিনতে চান তবে Canon iP2772  অথবা HP D1000 মডেলের প্রিন্টার কিনতে পারেন। Canon iP2772…